ওরাতন্ত্র
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ জুন, ২০১৪, ০৯:০৭:৪৮ রাত
এখন ‘ওরা’ ভেজা বেড়াল
করে আছে রাত্রি আড়াল
ওদের মুখেই ‘এথিকস! এথিকস!’
বুঝলে ভায়া, সব পলিটিকস
আগে বাড়ো, পিছে যাও!
সব ‘ওরা’দের একই রাও।
গাল ফুলিয়ে থাকলে কি আর
যোগার হবে ক্ষুধার খাবার
একটুখানি করো খেয়াল
ঘরের মানে চারটি দেয়াল
নিজে নিজে বন্দী থেকে
হাত-মুখ-চোখ বন্ধ রেখে
কি হবে আর!
কি হবে আর ভেবে ভেবে
সিগারেট কি আর মশাল হবে?
ধরে নিলাম, না হয় হলো
তাতে বড় লাভ কি হলো?
মশাল দিয়ে পথ দেখা যায়
আবার ঘরে আগুন দেয়া যায়!
কি হবে – আর কি হবে না
ওরা জানে, কেউ জানে না!
গরুর লড়াই, গরুর প্রেম
ঘাসের জন্য সবই সেম।
বিষয়: সাহিত্য
৯০০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগে প্রিয় কবি আপনাকে...
মন্তব্য করতে লগইন করুন