কাগু গো কাগু- ছাগু না প্রগু

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ জুন, ২০১৪, ০৬:১০:২২ সন্ধ্যা

কাগু গো কাগু! এগু? না ওগু?

কাগু গো কাগু! ছাগু? না প্রগু?

কাগু তুমি প্রগু চেনো? বা কারা ছাগুরা?

প্রগু থাকে রাজধানী ছাগু থাকে বগুড়া!

ছাগু যায় পশ্চিমে প্রগু যায় পূর্বে

কিছু ক্যাশ হাতে পেলে দুজনাই ঘুরবে!

বাসে ট্রেনে ওঠা দায় প্রগুদের উৎপাতে

ছাগুদের ছাগলামী মাঠে-ঘাটে-ফুটপাতে

প্রগু চলে পরিপাটি, খালি পায়ে হাঁটে না

ছাগু ছাটে চুল-মোচ, দাঁড়িটারে কাটে না

প্রগু বলে টকশোতে রোজ লেখে দৈনিকে

ছাগু করে লেফ্টরাইট লিফ্ট পেতে সৈনিকে

প্রগুদের প্রজন্ম ঢাবি জাবি শাবিতে

সব ছাগু একজোট, পাকিদের দাবিতে

ছাগু-প্রগু লেখে ব্লগে, আছে ওরা ফেসবুকে

উভয়ের বিষ মনে, মধূ শুধু মুখে মুখে

ডিজে-বারে ডান্স করে প্রগুদের বাচ্চা

ছাগু গায় দম দিয়ে ‘সারে জাঁহা আচ্ছা‌’

কথা শুনে প্রগু চেনো এ্যাকসেন্ট ইংলিশ

ছাগু হল চুপচাপ, মিনমিনা ইবলিশ

ছাগু করে কুটনীতি, প্রগু করে লিয়াজু

ছাগু খায় সমুচা, প্রগু খায় পিয়াজু

প্রগুদের প্রাণপাখি ক্ষমতায় বান্ধা

ছাগুরাও জ্ঞানপাপী, পাপে পাপে আন্ধা!

কাগু তুমি কোন গু?

ছাগু? না প্রগু?

প্রগুরা নাস্তিক ছাগুরা আস্তিক

দুজনেই অনেস্ট, ননি-দুধ সাত্ত্বিক!

প্রগু পরে স্যুট-বুট, ছাগু পরে ফতুয়া

ছাগু-প্রগু নীতিবান, চোরে চোরে মিতুয়া

ছাগু-প্রগু দুই মেরু দোনোটাই এক্সট্রিম

পাবলিক স্যান্ডুইচ; নো হোপ নো ড্রিম!

বিষয়: সাহিত্য

৯৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237994
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
ফেরারী মন লিখেছেন : প্রগু থাকে রাজধানী ছাগু থাকে বগুড়া

আপনার এই কথার আমি তীব্র নিন্দা জানাই। Loser Loser
238042
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
শিশির ভেজা ভোর লিখেছেন : সুন্দর লিখেছেন স্যার সুন্দর সুন্দর Rose Rose Thumbs Up Thumbs Up
238047
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
নূর আল আমিন লিখেছেন : ফাইজলামি করেন মিয়া পোষ্ট ডিলিট করেন
238094
২৩ জুন ২০১৪ রাত ০৯:৪৬
ভিশু লিখেছেন : Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File