প্রশ্নমালা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২১ জুন, ২০১৪, ০৫:৩৮:১২ বিকাল
প্রশ্নফাস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বুড়ো বাচ্চাদের ইয়ার ফাইনাল পরীক্ষা ২০১৪
পূর্ণমানঃ ইনফিনিটি, সময়ঃ অনন্তকাল
(সব প্রশ্নের মান সমান। সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে)
১. ‘দেশের শিক্ষাক্রমে পাশের হার ১০০% করতেই প্রশ্নফাস করতে হচ্ছে’- মন্তব্যটি পর্যালোচনা কর।
২. গতানুগতিকতা ছেড়ে প্রশ্নফাস কিভাবে ডিজিটালাইজড হল? আলোচনা কর।
৩. ‘প্রশ্নফাসের সাথে বিরোধীদলের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা দরকার’- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও।
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"একমাত্র ষাঁড় জাফ্রিকবাল গং বাদে অন্য যে বা যারা প্রশ্ন ফাঁস নিয়ে উচ্যবাচ্য করছে তারা মূলত যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্থ করতে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলসাৎ করতে এবং দেশের অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্রে লিপ্ত।"- উক্তিটির স্বপক্ষে তোমার যুক্তি দেখাও এবং এ থেকে উত্তরণের উপায় বর্ণনা কর।
এজাতির জন্য সৌভাগ্য যে, তাঁরা শেখ হাসিনার মতো একজন বৈধ প্রধানমন্ত্রী এবং নাহিদের মতো একজন সার্ফএক্সেল শিক্ষামন্ত্রী পেয়েছে!
মন্তব্য করতে লগইন করুন