শাহবাগনামা-২
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৭:৩৪ দুপুর
- হুক্কা হুয়া, হুক্কা হুয়া!
: কেয়া হুয়া, কেয়া হুয়া?
- আমিও যাব শাহবাগে
: লেজটা কাটো তার আগে!
- গেলে কিছু পাব নাকি?
: নগদ বেশি কিছু বাকি
- লাগবে কিছু পয়সা-পাতি
: থাকতে হবে দিবা-রাতি
- ব্যাপার না পড়লে পেটে
: খাইতে হবে গতর খেটে
- গুছিয়ে নি বালিশ-লোটা
: তোর কপালে রাজফোঁটা
- রাজফোঁটা তো রাজাকারের
: এখন সেটা রানীকারের!
- রানীকারজী দেখতে কেমন?
: যখন যেমন তখন তেমন!
- তার মানে তো বায়বীয়!
: ওরা বলে ভারতীয়!
- ওরা মানে কারা মশাই?
: ওই যে যারা জাত-কসাই
- বুঝতে বড় দেরি হলো
: এখন হতে কর ফলো!
- হুক্কা হুয়া, হুক্কা হুয়া!
: জয় হুয়া বাংলা হুয়া!!
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন