শাহবাগনামা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫০:০২ সকাল
প্রজন্ম চত্ত্বরের বাইরে প্রজন্ম বৃহত্তর রয়েছে
যারা মনে করে
'জয় বাংলা' স্লোগানটি
আওমীমনারা যত নির্দ্ধিধায় উচ্চারণ করতে পারে
আর কেউ পারবে না!
সুতরাং ওখানে আওমীঅলারা আছে
আওমীপন্থীরা আছে
বাংলাদেশ নেই!
পা-চাটা প্রজন্মের বাইরে আরও বড় প্রজন্ম রয়ে গেছে
যারা মনে করে
মুক্তিযুদ্ধের স্বপক্ষ আর বিপক্ষ এখন অবান্তর
সারাদেশ এখন মুক্ত প্রান্তর
সুতরাং ওখানে বিভেদকারীরা আছে
হুক্কাহুয়ারা আছে
বাংলাদেশ নেই!
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন