ভাংতি কবিতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১০:৩০ দুপুর
কবুতরের মত সহজার ঠোঁটে আমি
উগড়ে দি আমার সমস্ত আগামী
তবু যায় না,
গ্রেফতারি পরোয়ানা
আসামী কেবল একমাত্র আমি!
দুই
ভালোবাসা সর্বনাশা
ভালোবাসা রক্তচোষা,
তাই বলে-
ভালোবাসা ভয়ংকর নয়
ভালোবাসলে এই হয়,
তাই চান্স পেলে-
চোখের লেন্স জুম করে খুঁজি ভালোবাসা
চোখ বন্ধ করে বুঝি ভালোবাসার ভাষা!
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন