দুপুরের খাবার খেতে গিয়ে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪০:৪০ বিকাল
দুপুরের খাবার খেতে গিয়ে-
খাবার শর্ট পড়লে- কেমন লাগে?
গোশ দিয়ে মাখানো ভাতে করল্লার ঝোল দিলে- কেমন লাগে?
পাতলা-ডালে লবন কম হলে কেমন লাগে?
পরীক্ষার খাতা দেখতে গিয়ে-
হাতের লেখা পড়তে না পারলে, কেমন লাগে?
প্রশ্নে যা চাওয়া হয়নি উত্তরে তা দেখলে, কেমন লাগে?
একে তো অসম্পূর্ণ উত্তর, তার উপরে প্রশ্নের নাম্বার নাই, কেমন লাগে?
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন