পতঙ্গ জীবন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩৩:৩২ দুপুর
একলা মানুষের গোপন-গানই কবিতা। কবিতা হল, সামাজিক কোলাহলে থাকা একজন মানুষের নিঃসঙ্গ সঙ্গীত। আমার সহকর্মী একেএম মাজহারুল ইসলামের (লেখক-নাম: মাজহার মোশাররফ) কাব্যগ্রন্থ 'পতঙ্গ জীবন' (২০১৪) পড়তে গিয়ে কথাটা মনে হল। এখন কেউ কবিতা লিখতে শুরু করলে, ঘরের বউ হতে শুরু করে অফিসের সহকর্মী পর্যন্ত তাকে শান্তি দেয় না। গুনগ্রাহীরা এ্যাডভাইস দেন, আপনি কবিতা লেখা বাদ দেন এবং মনে হচ্ছে গল্প লিখলে আপনি ভাল করবেন। কবিতাপ্রেমির জন্য এটা একটা পেইন!
সমসাময়িক কবিতার ব্যাপারে যে দূর্বোধ্যতার দোহাই দেয়া হয়, মাজহার মোশাররফের কবিতার বেলায় তা খাটে না। কবিতাগুলো মুগ্ধ হয়ে পড়ছি, বইটি বেশ সুখপাঠ্য। বাংলা একাডেমী বইমেলায় পাওয়া যাচ্ছে। আশা করি কবিতাপ্রেমিরা এখানে মনের খোরাক পাবেন।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন