ভালবাসার রঙ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৬:২৯ সকাল
ভালবাসার রঙ লাল হলেই ভাল!
গোলাপের মত হালকা-লাল
লিপস্টিকের মত গাঢ়-লাল
হৃদয়ের মত উষ্ণ-লাল
রক্তের মত লাল-লাল;
লাল শাড়ি পরে এল লাল-গালের মেয়ে
সুমনের লাল-চোখে মাতাল খৈয়াম থাকল চেয়ে
সে চাওয়াতেই খোঁপার-ফুল ফুটল
আকাশে আকাশে আবীর ছড়াল
আসলেই- ভালবাসার রঙ লাল হলেই ভাল!
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাতাসের আর্দ্রতা ও নির্মলতা এবং রোদের মাত্রা অনুপাতে এর বাহার ও স্থায়িত্ব, আর সূর্যের সাথে কৌণিক দূরত্ব অনুপাতে বিশালতা...
তবে স্বীকার করি- কবিদের মত করা বুঝিনা..
মন্তব্য করতে লগইন করুন