কোন এক প্রাইভেট মেডিক্যাল কলেজে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১০:৪৩ সকাল
লাশকাটা ঘরে টলছে ডোম, টলছে মাতাল
রমরমা মেডিক্যাল, চলছে একাডেমিক্যাল হাসপাতাল
ছয়তলা দালানে তিনতলা খোঁয়ার
এখানেই কাঁটাছেড়া, সেলাই; মরা এবং মারার জোয়ার
সব গরু-ছাগলকে এখানে বানানো হয় ডাক্তার
এরাই গলায় ইয়ারফোন ঝুলিয়ে, এ্যাপ্রন পরে সাজে মোক্তার
আছে জরুরী বিভাগ, ওটি, আইসিইউ এবং ব্লাড ব্যাংক
রিসিপশনে ক্যাশিয়ার, রোগীর বুকে তাক করে সাজোয়া ট্যাংক
টাইট করে টাই বেঁধে ভিসি-সাহেব আসেন
কিছুক্ষন সবাই ফেন্সি-মুডে থাকেন;
এরপর তিনি যান আরেক প্রাইভেটে
নেমপ্লেটে চৌদ্দটা ডিগ্রি দেয়া হয়েছে সেঁটে
মানুষের রোগ নিয়ে কি নিদারুন বিজনেস!
রোগীরা মরে, ডাক্তারের ভরে ব্রিফকেস!
বিষয়: সাহিত্য
১০৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরাই গলায় ইয়ারফোন ঝুলিয়ে, এ্যাপ্রন পরে সাজে মোক্তার
স্যার সত্যকে নিখুঁত বুননে কবিতার খাতায় তুলে ধরাতে আপনার জুড়ি নেই। আপনার মত লেখকদের হাজার বছর বেঁচে থাকার দরকার। আপনার জন্য বেশী বিশেষণের দরকার হয় না।
সে যন্ত্রণায় হয়তো সুখও আছে!
দারুন উৎসাহ পেলাম, হে পাঠক-সম্রাট! দীর্ঘায়ু হোন আপনিও
মন্তব্য করতে লগইন করুন