কোন এক শহুরে বাসাবধূ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৩:০৭ সন্ধ্যা
চার দেয়ালে তার পৃথিবী
সে একজন এলিট লোকের বিবি!
থাই-গ্লাসের জানালা গলে আসে রোদ
আসে না, আসতে পারে না মাটির মায়া, ধুলোবালিরোধ
সিলিং-ফ্যানের বাতাসে এয়ারফ্রেসনারের ঘ্রাণ!
এয়ারফ্রেসনারেই সে খোঁজে ফুলের বাগান
বাথরুমের শাওয়ারে বৃষ্টি ঝুমঝুম,
এই বৃষ্টিতে হাত ধরে ভেজার লোক অফিসে! তাই দুপুরের পরে ভাতঘুম
ডুপ্লেক্স-সিঁড়ির পথঘাটে দেহটা অভ্যস্ত হয়ে গেছে
অবসরে অবসরে অসুস্থ হয়ে গেছে
ড্রইং রুম মানে খেলার মাঠে এসে সে দ্যাখে বাংলাদেশ অলআউট!
মনটা মাত্র বিশ-একুশ, নটআউট!
বিষয়: সাহিত্য
৮২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এধরনের ফার্মের প্রোডাক্টদের আসলে এ ইচ্ছা কখনোই আসতো না, যদি তারা মাঠে, ঘাটে নায়ক-নায়িকার দৌড়াদৌড়ির সিনেমা না দেখতো ...
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন