ড্রন ড্রেন ড্রৌন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৯:৫৮ সন্ধ্যা
শুনিতে পাইলাম আমার শিক্ষাঙ্গনে ড্রন আবিস্কৃত হইতেছে, অন্যদিকে সকল ভাল ভাল ব্রেন ড্রেন হইয়া বিদেশে গমন করিতেছে। আমাদের কপালে যে কি ড্রৌন হইতেছে! আল্লাহই ভাল জানেন!
সারা শিক্ষাঙ্গন গারদ হইয়া গেলেও আমাদের টোনা পারদ হইয়া উনার সিদ্ধান্তে অটল থাকিবেন, আর টুনি "নারদ! নারদ!!" বলিয়া উনাকে সমর্থন দিতেই থাকিবেন।
০২।
অবশেষে আমাদের নামসর্বস্ব ড্রন সবাইকে নয় কাউকে কাউকে অবাক করে আকাশে উড়ল, এবং মিনিটখানেকের মধ্যেই ফ্লাইং মেশিন হিসেবে ভূপাতিত হল- আর উড়ল না, উপস্থিত গবেষক-দর্শক-শুভানুধ্যায়ী-সাংবাদিকদের শত চেষ্টাতেও কাজ হল না! তখন দুর্মুখেরা কেউ কেউ মুখ খুলতে শুরু করেছে- কেউ বলল "এটাতো ড্রন নয়, যান্ত্রিক ফড়িং!'; "বাচ্চাদের খেলনা বিমান এর চেয়ে ভাল সার্ভিস দিবে"। উপস্থিতবুদ্ধিতে টইটম্বুর আমাদের টোনা বললেন- 'এটা আসলে একটা পরীক্ষামূলক উড্ডয়ন, এবং এটিকে একটা ফ্লাইং মেশিন বললেই ভাল হবে। আর্থিক সহায়তা পেলে খুব দ্রুতই এই প্রকল্প সাকসেসফুল হবে'।
মিস্টার টোনা! আপনার প্রকল্প সাকসেসফুল হোক, কিন্তু সব প্রকল্প নয়! সমন্বিত পদ্ধতির নাম করে যে দ্বৈত পরীক্ষার যান্ত্রিক ফড়িং আপনি উড়িয়েছেন, তা ভূপাতিত হোক! অথবা মাটিতে নেমে আসুক! এতগুলো পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা, একটা আপডেটেড ইউনিভার্সিটিকে শ্রেফ গোঁয়ার্তুমির কারনে পিছিয়ে দেয়া কোন সুস্থ মস্তিস্কের লোকের পক্ষে সম্ভব নয়।
বিষয়: বিবিধ
১৫৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন