সহজা ইশকুলে একটি ছড়া শিখেছে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ জানুয়ারি, ২০১৪, ০১:৩৬:৩৯ দুপুর
সহজা ইশকুলে একটি ছড়া শিখেছে। ওর ম্যাডাম শিখিয়েছে। মূল ছড়াটি এরকম- "ছোট আঙুল কোথায়? ছোট আঙুল কোথায়? এই যে আমি! এই যে আমি! আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? খুব ভাল আছি। দৌড়ে পালায় গেল! দৌড়ে পালায় গেল!" সহজার নরম কন্ঠে মনোরম লাগল ছড়াটি, হাত দিয়ে অভিনয় করে ও যখন দেখাচ্ছিল তখন আমি ওর জন্য ছড়াটিকে সুমনীয় করে দিলাম। দেখুন তো কেমন হয়েছে? ছড়াটি পড়ার সময় আগে ডানহাত মঞ্চে আসবে, পরে বাম হাত---
: বামহাত! বামহাত!!
কোথায় তুমি? কোথায় তুমি?
-এই যে আমি! এই যে আমি!
: তুমি কেমন আছো?
তুমি কেমন আছো?
- খুব ভালো আছি
খুব ভালো আছি
: চলো কাজ করি!
চলো কাজ করি!
- ভেরি ভেরি সরি
ভেরি ভেরি সরি!
: তাইলে চলো খেলি
তাইলে চলো খেলি!
- ডাক ডাক বেলি
চলো দুজন খেলি! — feeling rhythmic!
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন