শ্রেনীকক্ষ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৫:১৬ সকাল
ধ্যান ছাড়া জ্ঞান হয় না
জ্ঞান ছাড়া হয় না মানুষ
এখানে বীজের অন্তরে সঞ্চারিত হয় অংকুরের স্বপ্ন
পাতাবাহার স্বপ্ন দেখে প্রজাপতি হবার!
কোমল কোরলেরা সুদৃঢ় হয় ‘আকাশ ছুঁতে হবে!’
তাই বাঁশের ঝাঁড়ে শপথের বাণী পৌছে যায়
আকাশ আর অধরা থাকবে না
মহাকাশ আর মহাশূন্য থাকবে না
এজন্য
এখানে
নিষ্পাপ পাখিছানাদের উড়ার কৌশল শেখান হয়
যারা মাছ হবে তারা শেখে সাঁতার
আগুনেরা শেখে জ্বলার মন্ত্র!
আমাদের শ্রেনীকক্ষ মসজিদের মতো, মন্দিরের মতো
চার্চ-গীর্জা-প্যাগোডার মতো
বকের পাখা মেলা দেয়াল, উদার দরজা-জানালা
সিলিং-এ উপুর আকাশ, পিলারগুলো সারিধরা গাছ
ফ্লোরে ঘাস নেই তবু যেন নরোম নরোম
মাঝখানের ব্লাকবোর্ডটি হয় মহাসাগর,
ক্লাশে স্যার ঢোকার সাথেসাথে
আমাদের মাঝে আলোর জোয়ার আসে
আলোকিত জোনাকীরা খেলা করে
নতুন আলোতে আমরা পরিচ্ছন্ন হই,
তাঁর কথায় পিতা-মাতার কথা শুনতে পাই
সহপাঠীদের মনে হয় সহোদরেরর মতো চেনা
আপন ভাই-বোনের মতো
কক্ষের প্রতিটি বেঞ্চ আমাদের কাছে প্রিয়
স্যারের চেয়ার-টেবিল সম্মানীয় এবং পবিত্র
ক্লাশে প্রতিটি লেখায়, লেখার শব্দে
প্রতিটি কথায়, কথার টানে
গুন গুন গুঞ্জরণে
ফ্যানের বাতাসে, চকের গুঁড়োয়
এমনকি নীরব বা উদগ্রীব থাকায়-
শুভচিন্তার শিহরণ পাই
মানুষের মঙ্গল করার তাগাদা পাই
এখান থেকেই আমরা সবাই মানুষ হয়ে যাই।
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন