সর্বে সত্তা সুখিনা বাংলাদেশন্তু
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ জানুয়ারি, ২০১৪, ০৫:০৪:১২ বিকাল
দেশের দুঃখে কাঁদবে যার হৃদয়
পতপত পতাকার লালসূর্য্যে যার অভ্যুদয়
সেই মানুষ কবে আসবে?
যে মজনুর মত বাংলাদেশকে ভালবাসবে
সে আসলে শান্তি পাবে চট্টগ্রামের লারমা সন্তু,
সেদিন ঠিকই সুখ আসবে, ঠিকই পালাবে জন্তু
সর্বে সত্তা সুখিনা বাংলাদেশন্তু!
যাদের পাকস্থলীতে পাকিস্তান ভরা
বাংলাদেশ তাদের নয়!
যাদের ভাবনায় ভারতের ভূত-ভরা
বাংলাদেশ তাদেরও নয়!
এরা দালাল, লোভী, স্বার্থান্ধ এবং দুর্নীতিবাজ অধিকন্তু
এরা মরলেই সুখ আসবে, মরবে সব জন্তু
সর্বে সত্তা সুখিনা বাংলাদেশন্তু!
এখন প্রতিদিনের খবরে কবরস্থান
সংখ্যালঘুদের সংসার হয়ে গেছে শ্মশান
অনেক দামে পাওয়া স্বাধীনতাকেও এখন খুব অর্থহীন মনে হয়
হে রানীকার! অস্ত্র তোমার অশ্রু হয়ে উঠবে, অধম সুমনে কয়!
এবং
এরপর
আমাদের গার্মেন্টসে আবার তৈরি হবে গরম তন্তু
একদিন ঠিকই সুখ আসবে, ঠিকই পালাবে জন্তু
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন