মানুষ না, তুই আওমী লীগ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ জানুয়ারি, ২০১৪, ০৬:১৮:৩৫ সন্ধ্যা



অনেক কিছুই হয়ে যেতে পারে

অনেক কিছুই হবে জানি ঠিক

শুধু আমি হব না কখনো

অমানুষ অথবা আওমী লীগ!

যা কিছু খুশি বল আমায়

বানর শুকর গিনিপিগ!

দিয়ো না কখনো এ গালি

‘মানুষ না, তুই আওমী লীগ’!

মরা গাছে ফুটতে পারে ফুল

হাতের তালুতে গজাতে পারে চুল

ইউকে ইউএসএ হতে পারে অহিনকুল

চাঁদের জমি নিয়ে হতে পারে হুলস্থুল

বন্দুকের গুলি মিস হতে পারে ঠিক

আমি কখনো হব না আওমী লীগ!

লাদেন আবার বেঁচে যেতে পারে

কম্পিউটারে ফেল মারতে পারে

বিলগেটস মরতে পারে অনাহারে

সোমালী সিটিজেনশীপ ওবামা চাইতে পারে

মাছেরাও গাছে উঠতে পারে ঠিক

আমি কখনো হব না আওমী লীগ!

সূর্যটাও পশ্চিমে উঠতে পারে

সাগরের পানি শুকিয়ে যেতে পারে

হায়েনারা তৃনভোজী হতে পারে

গড় আয়ু পাঁচ শত হতে পারে

সালমান রুশদী হতে পারে আস্তিক

আমি কখনো হব না আওমী লীগ!

আকাশ মাটি মিলে যেতে পারে

দুই মেরু এক হয়ে যেতে পারে

সাপের পেটে পা গজাতে পারে

সকল ঘোড়া ডিম পারতে পারে

পোপ জন পল হতে পারে নাস্তিক

আমি কখনো হব না আওমী লীগ!

যা কিছু খুশি বল আমায়

বানর শুকর গিনিপিগ!

দিয়ো না কখনো এ গালি

‘মানুষ না, তুই আওমী লীগ’!

বিষয়: বিবিধ

১৬৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159283
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মজার কবিতা অনেক দিনপর পড়লাম...আমিও কখনো হব না আওমী লীগ!
পিলাচ
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
114204
সুমন আখন্দ লিখেছেন : Rolling on the Floor <:-P
159346
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
আমি মুসাফির লিখেছেন : সকল ঘোড়া ডিম পারতে পারে

পোপ জন পল হতে পারে নাস্তিক

আমি কখনো হব না আওমী লীগ!

অসাধারণ অনেক ধন্যবাদ
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
114205
সুমন আখন্দ লিখেছেন : অনেক ধন্যবাদ Happy
159347
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
ভিশু লিখেছেন : অভিশপ্ত দলটি নিজ গুনে কি সুন্দর ঐতিহাসিক কলঙ্ক লীগে পরিণত হয়ে গেল!
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
114206
সুমন আখন্দ লিখেছেন : Praying Happy>-
159392
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২১
ধ্রুব নীল লিখেছেন :
‘মানুষ না, তুই আওমী লীগ’
এইটা কোন জাত?
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
114208
সুমন আখন্দ লিখেছেন : আজাত!:D/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File