দেশের মানুষ মুক্তি পাক

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ জানুয়ারি, ২০১৪, ১১:৪৫:৩৩ সকাল

রাজাকারদের বিচারের জন্য এই সরকার এত আন্তরিক হলে পাঁচ বছরে এনাফ টাইম ছিল, এটাকে ছলে-ছুঁতায় নির্বাচন পর্যন্ত ঝুলিয়ে রাখতে হবে, এটা নিয়ে বিরোধীদলকে সাইজ করা যাবে, এইটা দিয়ে আরও পাঁচ বছরের ম্যান্ডেট নেয়া যাবে- এসব ধান্ধা আওমীদের মজ্জাগত। এই সরকারের একাধিক মন্ত্রী একাধিকবার তো বলেছেন, জামাতের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। সেই সময়টা কখন? রাজনীতি নিষিদ্ধ করলে তো ঝামেলা চুকে যায়, অলরেডি মেরুদন্ডহীন-নির্বাচন কমিশন কাজটি করে দেখিয়েছে, তাহলে সরকারের সমস্যা কোথায়? আসল কথা হল হাতের পাঁচ ছাড়তে চাচ্ছেন না রানীকার মহোদয়; রাজাকারের ইসু্টা দিয়েই তো এখন বেশ খেলা যাচ্ছে। দূর্নীতি, জালিয়াতি, কেলেংকারী, চুক্তির নামে দেশের ক্ষতি- সরকার যা-ই করুক, আন্দোলনে নামলে ওই যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এসব হচ্ছে বলে বেশ পার পাওয়া যাচ্ছে! এমন মাস্টার-কী কি সহজে ছাড়া যায়।

দেশব্যাপী কেন এত হানাহানি, কেন এত ক্ষয়-ক্ষতি? এ প্রশ্ন আমারও, প্রধানমন্ত্রীত্ব চাই না- শান্তি চাই বলে আবার পদ আকড়ে পড়ে থাকা কেন? স্বৈরাচার খারাপ, কিন্তু গণতান্ত্রিক স্বৈরাচার আরও খারাপ। এই সরকার বা আওমীগংদের হাতে গনতন্ত্র কখনই কি নিরাপদ ছিল? রাজাকারের ফাঁসি হোক এবং নব্যরাজাকারেরা পাকিস্তান যাক; রানীকার নিপাত যাক এবং চেতনাব্যবসায়ীরা ভারত যাক, দেশের মানুষ মুক্তি পাক!

বিষয়: বিবিধ

৭৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158891
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৮
সিটিজি৪বিডি লিখেছেন : আমরা শান্তিতে বসবাস করতে চাই। দেশ নিয়া দুই পরিবারের যুদ্ধ আর কত দিন চলবে?
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১১
113770
সুমন আখন্দ লিখেছেন : Happy>- Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File