বড়দিনের শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:০৮:৪৭ সন্ধ্যা

বড়দিনটা এত ছোট কেন? টেনে লম্বা করা গেলে ভাল হত! আজ যেভাবে কুয়াশা পড়েছে তাতে মনে হয়, দিনের অর্ধেকটা খেয়ে ফেলবে- বাকি অর্ধেকে যা করার করতে হবে।

হাই-ইশকুলে পড়ার সময় আমার কিছু বন্ধু জুটেছিল খৃষ্টান-ধর্মবলম্বীর। ঢাকার মহাখালীতে একটা জায়গাই আছে, যার নাম খৃষ্টান-পাড়া। মনে আছে, বড়দিন আসলে 'সান্তা'দের কাছ থেকে চকলেট-চুইংগাম নেয়া, বন্ধুদের মাঝে শুভেচ্ছা-কার্ড ও উপহার বিনিময় করা; সন্ধ্যার পরে সবাই একত্রিত হয়ে নাচ-গান-আনন্দ এবং অবশ্যই অনেক আইটেমের খাওয়া-দাওয়া করা। আমি মুসলিম হলেও ওরা আমাকে ছাড়ত না, বলত আনন্দ সবার। নটরডেম কলেজে পড়তেন সনেটদা; খুব ভাল গিটার বাজাতেন, হেবি-মেটাল ইংলিশ গান গাইতেন, অর্থ না বুঝলেও সুরের চিৎকার ভাল লাগত। জয়া খুব ভাল নাচতে পারত এবং নাচাতেও- ক্লাশ সেভেন-এইটে থাকতেই পাড়ার অনেক ছেলেই ওর পিছে ঘুরঘুর করত। তৃষ্ণা দেখতে একটু কালো ছিল কিন্তু সে ছিল ভাল আর্টিস্ট, সবাই বড়দিনের কার্ড ওকে দিয়ে আঁকিয়ে নিত। এই গুনী মেয়েটি আমাকে একটা সুন্দর কার্ড দিয়েছিল, ভেতরে গোলাপী-রঙের গোটা-গোটা অক্ষরে লিখেছিল একটি লাইন-

"তুমি কি আমার সারাজীবনের বন্ধু হতে পার না?"

কার্ডটি পাওয়ার পরে আমি ৩/৪ দিন ইশকুলে যাই নি, ব্যাডমিন্টন খেলতে যেতাম না, ঘর থেকে বেরোতাম না পারতে সাধ্যে, কি জানি কি এক ভয়ে-লজ্জায় আড়ষ্ট হয়েছিলাম! শেষে ও এসে আমাকে মুক্তি দিল-

'আচ্ছা থাক আপনাকে আর আমার বন্ধু হতে হবে না'

এর কিছুদিন পরেই ভাড়া-বাসা ছেড়ে দিয়ে আমরা চানখারপুলে হাসপাতালের কোয়ার্টারে উঠে যাই। এসএসসি পাশ করে এরপর কলেজে পড়া- বিশ্ববিদ্যালয় শেষ করা। পড়াশোনা আর নানান ব্যস্ততায় অনেকদিন আর ওদিকে যাওয়া হয়নি। নয়-দশ বছর পরে একবার আইসিডিডিআরবিতে একটা চাকরীর জন্য পরীক্ষা দিতে গিয়ে আবার মহাখালীতে গেলাম, পরীক্ষার পরে কিছু সময় হাতে ছিল, হাঁটতে হাঁটতে গেলাম খৃষ্টান-পাড়ায়। আরে বাপস! রাস্তা তো চেনা যাচ্ছে না কিছু, ফাঁকা জায়গা বলে আর কিছু নেই। যাহোক অনেক করে ঘুরে-ফিরে শেষে পৌছলাম ওখানে। খোঁজ নিয়ে জানলাম- সনেটদা দেশে থাকে নি, আমেরিকা চলে গেছেন। জয়াও বিয়ে করে লন্ডনে, আর তৃষ্ণার নাকি ব্লাড-ক্যান্সার হয়েছিল, মারা গেছে বছরখানেক হল। মনটা ভীষণ খারাপ হল--

এখনও বড়দিন আসলেই মন খারাপ হয়, দিনটি ছোট হওয়াতে আমার জন্য ভালই হয়েছে

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File