আজ পৌষের প্রথম পূর্ণিমা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪৬:৩৯ রাত
এখন পৌষমাস!
আজ পৌষের প্রথম পূর্ণিমা!
চাঁদটাকে যা লাগছে, মনে হচ্ছে চিতই পিঠা।
এক হাঁড়ি খেঁজুরের রস পেলে দারুন হত। কিন্তু আকাশের কোথাও খেঁজুর গাছ দেখলাম না। শূন্য-হাঁড়িটা কি তারার হাঁটে ভেঙে দিব! দ্বিধার ছায়াপথে হেঁটে হেঁটে বাড়ি ফিরি; বাড়ি কোথায়, এতো কৃষ্ণগহ্বর! ও অরুন্ধুতি! লক্ষ্মী বউ আমার একটু পিঠ টিপে দিবে?
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন