ডিসেম্বরের সিঁড়িটায় এসে পিছল খেলাম
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ ডিসেম্বর, ২০১৩, ১০:০৬:৪৯ সকাল
ডিসেম্বরের সিঁড়িটায় এসে পিছল খেলাম
আমরা কি আবার একাত্তরে ফিরে গেলাম?
আবার আওমীলীগের নেতৃত্বে হব স্বাধীন
আবার মুক্তিযুদ্ধ এবং আবার পরাধীন!
- একটা কবিতা লেখা শুরু করেছি, এর মধ্যে মনে হল একটা স্ট্যাটাস দিয়ে দি। ভার্চুয়ালে লেখার এই একটা জ্বালা! যন্ত্রনায় মরি শুধু তড়িঘড়ি তড়িঘড়ি---
যাহোক, অবস্থা এখন এমন দাঁড়িয়েছে-- নির্বাচন হয়ে গেছে গৌন, মূখ্য এখন দমন-পীড়ন, কম্বিং অপারেশন, লিস্ট ধরে ধরে দেখামাত্র গুলি। কালকে শুনলাম শাপলা চত্ত্বরের মত আরেকটি গণহত্যা চলেছে সাতক্ষীরায়। এরপর নীলফামারী, এরপর চট্টগ্রাম-- এরকম করে সারাদেশ! আসাদুজ্জামান নূরের কান্না মনে হল অভিনয় নয় গ্লিসারিনহীন; ছয় মিনিটের মানবপতাকা বা ছয় লক্ষ মানুষের জাতীয় সঙ্গীত গাওয়া এইসব কর্পোরেট আয়োজনে কি যায় আসে! সরকারের মতিগতি ভাল ঠেকছে না। সরকার কি এটাই বলতে চায়- 'আওমীলীগ ছাড়া এদেশে আর কেউ থাকবে না!' একাত্তরেও কিন্তু তাই হয়েছিল তারপরে বড়জোর ৩/৪ বছর-- রক্ষীবাহিনী, দুর্ভিক্ষ এবং ঠ্যা-ঠ্যা-ঠ্যা-ডিচ্চা ডিচ্চা
বিষয়: বিবিধ
৭৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন