ভন্ড আমি আস্ত ভন্ড
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৯:০০:৪৮ সকাল
আমি আস্ত ভন্ড
ভালো থেকে সাজি রোগী
দেখাই গলগন্ড!
মিছামিছি মন্ত্র পড়ি
জানি ঘোড়ার অণ্ড!
বোম-বোম-বোমা বলে
সভা করি পন্ড!
হাঁটি চলি বসি না
দাঁড়াই না দু’দন্ড!
নিজে লিখে নিজে পড়ি
বই আছে দু’খন্ড!
গন্ডা গন্ডা গুন্ডা পুষি
নিজে আমি ষন্ড!
খন্ড খন্ড গন্ডগোলে
অখন্ড এক ভন্ড!
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন