ডেমোক্রেচিড়িয়াখানা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৯:৩১ সকাল

ডেমোক্রেচিড়িয়াখানা

আমাদের ডেমোক্রেচিড়িয়াখানায় স্বাগতম

সবাইকে সুস্বাগতম!

ঢুকতেই প্রথম বড় খাঁচায়

ইতস্তত বানর সম্প্রদায়,

বুঝতেই পারছেন- নিশ্চয়ই বলতে হবে না

এরা হচ্ছে আমজনতার নমুনা;

লাফায়-ঝাঁপায়

যা পায় তা খায়

শোভিত মরা গাছের এ ডাল হতে ও ডালে যায়

এরা নিরীহ এবং নিরুপায়!

একটু এগিয়ে বায়ে কাঁটাতারের বেড়ায় ঘেরা

হায়েনার দল- চেনাজানা ছুঁচালো মুখেরা

দলে দলে গোল হয়ে প্রায়ই বসে সভাষদ

এনারা হলেন নির্বাচিত সাংসদ!

কথা দেন কথা নেন, হাসেন-হাসান

মাঝে মাঝে ঢুঁস করে ডিগবাজি খান;

এনারা সবসময় বেশ সময়োপযোগী

কিন্তু দালাল নয় মধ্যভোগী!

এখান হতে সামনে এগোলেই বুঝা যাবে

নাকে বোঁটকা আঁশটে গন্ধ লাগবে

পরপর দুইটি খাঁচায়- বাঘ আর সিংহ

মাননীয় সরকারী আর বিরোধী নেতার চিহ্ন!

এক খাঁচায় না থাকলেও

শরীর-সুরতে এক না হলেও

তাঁদের স্বভাবে দারুন মিল

কথায়-কাজে হালফিল!

যখন বানরের হাড়-মাংসে অরুচি আসে

হায়েনাকেও তারা মেনু বানান অনায়াসে।

হাতে সময় থাকলে আরও ঘুরে দেখুন

হাঙ্গর-কুমির চিল-শকুন,

চিনিয়ে দি’ এখানের ইনটেলেকচুয়াল

মুক্তচর্চার জন্য খাঁচামুক্ত শেয়াল!

তাই সন্ধ্যে হয়ে এলে সাবধানে ফিরবেন

গ্রেফতারের আতঙ্ক আছে

আগুন লাগার ভয় আছে

ধন্যবাদ, আবারও কী আসবেন?

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File