আজ সশস্ত্র বাহিনী দিবস
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২১ নভেম্বর, ২০১৩, ০২:২১:১৯ দুপুর
স্যালুট সাহসী সন্তানদের! আজ সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে সেনা নৌ ও বিমানবাহিনী গঠনের পরে দখলদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। সে হিসেবে স্বাধীনতা যুদ্ধে সামরিক বাহিনীর অংশগ্রহণ মাত্র পঁচিশ দিনের। অথচ আমাদের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ খেতাবের তালিকায় চোখ বুলালে সহসা মনে হয় এটা ছিল নিছক সামরিকযুদ্ধ। উদাহরণ তো চোখ মেললেই দেখা যায়, কেউ একজন বিমান নিয়ে উড়ল, মরল- আর পেল ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব। সাধারণ মানুষের সাহসী অংশগ্রহণকে এখানে উপেক্ষা করা হয়েছে। আমাদের দূর্ভাগ্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে নিম্নবর্গের পাঠ নেই, এখানে শুধু উচ্চবর্গের হুড়াহুড়ি।
বিষয়: বিবিধ
৯৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন