সুপ্রভাত
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ নভেম্বর, ২০১৩, ০৭:৪৩:০৯ সকাল
খুব জানতে ইচ্ছে হয়
কতখানি উঠে গেলে অভ্যুদয় হয়?
কে দেবে উত্তর?
যে শোনে না? না কি শুনেও নিরুত্তর?
দু’টি চোখ এক করে আমি শুধু উদয় দেখি
উদয়ের পথ ধরে হেঁটে যাই
(মনে মনে গাই, ‘উদয়ের পথে শুনি কার বানী
ভয় নাই ওরে ভয় নাই!’)
যেদিকেই ফিরি না কেন শুধু সকাল দেখি
আমার আকাশে কোন দুপুর-সন্ধ্যা নাই;
মনের ভেতর দেহের ভেতর
কল্পনা আর কাহিনীর ভেতর
উদয়ের ভাবনা রেখে অপেক্ষায় থাকি
অন্ধকার যে অবস্থায় পৌছেছে
সূর্য্য এখানে না উঠে পারে না!
বাঁশের কোরলের মত ছেড়ে-ফুঁড়ে আশারা আকাশে ওঠে
একদিন সবার জন্য সমতার সূর্য্য
সৌরচুলায় সবার জন্য গরম ভাত
এ প্রত্যাশায় সুপ্রভাত!
বাংলাদেশ সুপ্রভাত!
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন