ভোট দিব না থুঁ দিব, ভাবছি এখন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ নভেম্বর, ২০১৩, ০৯:০৬:৩৩ রাত
বিশ্ববেহায়া হইছে 'ডোমিস্টিক সন'
নগদ নিতে উনি 'নো-মিস্টেক' জন
মহাজোট ছেড়ে দিয়ে পাখি-পাখি মন
কবে যে হবে খেলা, থুক্কু ইলেকশন! >-
গোলকিরে বেঁধে গোল কয়েক ডজন
রাস্ট্ররে রোস্ট করে, ভূড়ি-ভোজন
কবরে দুই পা, কথায় নাই ওজন
এমন ভন্ড আর আছে কয়জন?
দুধভাতে মিশালো কালো পয়জন
ভোট দিব না থুঁ দিব, ভাবছি এখন
উদ্ভট উটটা যে মরবে কখন?
দেশজুড়ে শান্তি নামবে তখন!
কিছুমিছু কন ভাই, কিছুমিছু কন?
হাঁতুড়ি-শাবল-দাও দুই হাতে লন
বিশ্ববেহায়া এবার 'ডোমিস্টিক সন'! ^^
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন