কবে যে হবে আপনার বোধোদয়
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৬ নভেম্বর, ২০১৩, ১০:৫১:৫০ রাত
আপনি দম্ভ ভরে বললেন-'নব্বই শতাংশ আসন আমাদের'!
(এরশাদ চাচা ছুটল বলে!) তবু মানলাম, ঠিক আছে!
এবার আমার কথা শুনুন-
দেশ ভালো চলছে না, সেই দায়ভারও ৯০% আপনার!
গার্মেন্টস শিল্প গোল্লায় যেতে বসেছে, সেটাও ৯০% আপনার কারনে!
হরতালে যে ক্ষতি-প্রাণহানি হল, তার জন্যও আপনার গোয়ার্তুমী ৯০% দায়ী!
প্রধান বিরোধী দল নির্বাচনে না আসলে, আপনাকেই ৯০% দুষব!
শুধু অমৃত খাবেন, তা কি করে হয়!
মৃত হবার বিষও নিয়ে নেন সাথে- মহোদয়
কবে যে হবে আপনার বোধোদয়?
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন