রাত্রির আকাশ ছেড়ে আমি কালপুরুষ নেমে এলাম

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৫ নভেম্বর, ২০১৩, ১০:৪২:৫৬ সকাল

কুচকাওয়াজ করতে করতে হাঁটুতে নেমেছে সেনাদের ঘিলু, তবু মেটেনি টকশোতে বক্তাদের বিবাদ। বিবাদের খোঁড়ল হতে একে একে বেরোয় কালোবিড়াল। বিড়ালেরা চুরি করবে না বলে পদত্যাগের অভিপ্রায় জানিয়েছে। জানিয়েছে রানীকারের কানে কানে অখন্ড অতীত। অতীতের পুনরাবৃত্তি করতে সীমান্তের ভীতু ভাল্লুকেরা নেমেছে হাতি শিকারে। শিকার দূরের কথা, মমতার মাছি মারতে যাদের হাত কাঁপে, সেসব তেলাচোরাদের হাতির লেদাতেই কাবু হবার কথা! কথা তবু হচ্ছে না, কালপুরুষের কোমড়ের বেল্ট ঢিলা হয়ে যাচ্ছে, রাত্রি শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার এইসময়ে কতিপয় রিটায়ার্ড পুরুষেরা জোট বাঁধল। জোট বেঁধে তারা বুঝাতে চাইল ধারাল বটিতে পানি কাটা অনেক হয়েছে, ব্যর্থতার সঙ্গীত অনেক হয়েছে---

সাদা কাফন মাফলারের মতো গলায় দিয়ে আমি তাদের সংবাদসম্মেলন দেখলাম। রাত্রির আকাশ ছেড়ে আমি কালপুরুষ নেমে এলাম! আসলেই নামলাম নাকি!

বিষয়: বিবিধ

১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File