স্যালাইনে কি যায় যক্ষা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ নভেম্বর, ২০১৩, ১১:২৬:২৫ রাত
সাম্প্রতিক দিনগুলো পর্যালোচনা করলে মনে হয় বাংলাদেশের শিশুগণতন্ত্র দুধ টানছে ভারতের ওলানে। উদ্ভট উটের পিঠ হতে নেমে নৌকায় চড়ে গোল্লায় যাচ্ছে আমার দেশ, আর দাদাবাবুরা দারুন রঙের হোলি খেলছেন। সেই বৃটিশ আমলেই ঠাকুরদারা পূর্ব-পাকিস্তানের কুষ্ঠি-ঠিকুজী লিখে দিয়েছে, ভারতমাতার দুই পাশে এক দেশ- এখানে শান্তি হবে না। এরপর একাত্তরের পরে ভারতদৈত্যের গ্রাসের মধ্যে এক দেশ হয়েও আমাদের খুব একটা লাভ হল না। 'গরীবের বউ সবার বউ'- সেইরকম অবস্থা বাংলাদেশের। স্বাধীনতার পর হতেই এ দেশকে নিয়ে খেলছে দিল্লীর দাদারা। আর তাতে সমর্থন যুগিয়েছে আগের সব তাবেদার সরকার। সেসব খেলার তাও একটা লেভেল ছিল কিন্তু বর্তমান সরকার লাজ-শরমের মাথা খেয়ে শরীরের সব কাপড় খুলে দিয়েছে। হায় রে অভাগা রাষ্ট্র আমার!
সর্বদলীয় আর নির্দলীয় কোন্দলে আটকে গেছে সংলাপ। এ অবস্থায় মাইনকা চিপায় জনগন। হরতালের পর হরতালে নাভিশ্বাস উঠছে সবার। জিনিসপত্রের দাম বাড়ছে। এ অবস্থায়ও সরকারী টাকায় চলছে ভোটভিক্ষার সভা-সমাবেশ!নপুংসক নির্বাচন কমিশন ভোঁতা আচরণবিধি দিয়ে কি করবে বুঝা হয়ে গেছে। তাই রানীকারের উদ্দেশ্যে বলি-
পকেটপোষা পত্রিকাতে
যতই লেখা লেখাও,
মাইডিয়ার মিডিয়াতে
যতই ছবি দেখাও,
হবে না তো শেষ রক্ষা
স্যালাইনে কি যায় যক্ষা!
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন