আদিহত্যা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ অক্টোবর, ২০১৩, ০৩:৫৬:৪২ দুপুর
ফুল তুলতে আকলিমা প্রতিদিন আসে
প্রজাপতি দেখে হাসে, ঝর্ণা দেখে হাসে
হাবিল এবং কাবিল তাকে ফলো করে,
তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে
বোনটি কোথায় যায় ফুল তুলে রেখে
চোখেরা পাতা-পোশাকে ঢাকা অষ্টমী চাঁদ দেখে
চাঁদ দেখতে দেখতে একদিন হয়ে গেল ভুল
দুই ভাই মারামারি তুমুল, মাথা ফেটে রক্তাক্ত-চুল
সহোদরা-প্রেমিকা তখনও তুলছিল ফুল!
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন