আগুন হয়ে একদিন ঠিকই চলে আসব

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ অক্টোবর, ২০১৩, ০৮:৩৯:০৮ সকাল

আমি এক অচেনা অগ্নি

অগ্নিগিরিহীন তোমাদের জাহান্নামে এসেছি!

এসেছি নিয়ে লানত, এনেছি জাক্কুম ফল

দলবল ছাড়া যারা ভাবতে পারে না

পারে না জিলাপির প্যাঁচ ছাড়া চলতে

বলতে না বলতেই এরা আলিফের মত সটান হয়ে যাবে!

যাবে আযান হলেই দৌড়ে মসজিদে

মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যখন ইশারায় দেখাব গম্বুজ

গম্বুজের মত গম্ভীর মুখখানা দেখলেই এরা হবে আসল সাদাসিধে

সাদাসিধের নাম করে যারা পেসগি লাগাত, হুজুগের হুজুর হত

হতাহত করে হেডমগিরি দেখাত, এদের সার-রগে পৌছাবে গায়েবী আওয়াজ

আওয়াজ শুনলেই সব ঠিক হয়ে যাবে,

যাবে যাকাতের লুঙ্গি-শাড়ি, গরীব-দুঃখীর বাড়ি বাড়ি

অনাহারী থাকবে না কেউ, সবার চুলায় জ্বলবে আগুন

আগুন হয়ে একদিন ঠিকই চলে আসব!

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File