কিল তত জোরে মারো যত জোরে সইতে পারো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ অক্টোবর, ২০১৩, ০৯:৩৯:২৬ রাত
থানা আর জিলায়
মালপানি বিলায়
যারা মাল খায় না
হাত পেতে চায় না
হাত-পা বেঁধে ওদের ধমাধম গিলায়!
কেমনে যে মিলায়?
কালা ভুতে কিলায়
কিল মারার ভুত সাঁই
এক প্লেট ভাত চাই
না দিলে গিলে খাব ভাঙা ঠিলায়!
পাহাড়ে না টিলায়
টিয়ারশেল ঢিলায়
কিল ততটা মারো
যতটা সইতে পারো
ঘষাঘষি হবে পাটা আর শিলায়!
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন