ফোনে বার বার চেষ্টা করেও তাকে পান্নি প্রধানমন্ত্রী! হাঃ হাঃ হাঃ... হিঃ হিঃ হিঃ... হোঃ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৬ অক্টোবর, ২০১৩, ০৫:৩৪:১৩ বিকাল
একটি ফোন আসবে বলে
তারেকের মা কাউকে ফোন করে না,
একটি ফোন আসবে বলে
ক্রিসেন্টলেকে হামিদ মিয়া নৌকা ভাসায় না!
একটি ফোন আসবে বলে
লাঙলের ইশ নিশপিশ করতে থাকে,
একটি ফোন আসবে বলে
দাড়িপাল্লায় বাটখারা ওঠে না!
একটি ফোন আসবে বলে
কাঁচি ও হাঁতুড়ি সিগারেট টানতে থাকে,
খুব জরুরী ফোনটি আসবে বলে
কাজীর কাছে কণ্যা কবুল বলে না!
খুব জরুরী ফোনটি আসবে বলে
আকাশে থমথমে মেঘ, বৃষ্টি নামে না!
খুব জরুরী ফোনটি আসবে বলে
মাস্টারেরা ডাস্টার হাতে থাকে, বোর্ড মোছে না!
খুব জরুরী ফোনটি আসবে বলে
পিনছাড়া গ্রেনেড শ্লো-মোশনে, বুম করে ফাটে না!
খুব জরুরী ফোনটি আসবে বলে
আজ সারাদেশে শুভ সন্ধ্যা হয় না!
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন