এরপরেই শিলাবৃষ্টি, কিলাবৃষ্টি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ অক্টোবর, ২০১৩, ১১:৩৫:৫১ রাত
০১
দুঃখের ভিতর বিসর্গ
চাঁদের ভিতর চন্দ্রবিন্দু
পানির মাঝে মুসলিম
জলের মাঝে হিন্দু! — feeling সাম্প্রদায়িক!
কবি টোকন ঠাকুর ফেবুতে লিখেছেন, "বজ্রনিনাদের পর, বাস্তবে দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিমাত্র..."। আমি কমেন্ট করলাম, 'এরপরেই শিলাবৃষ্টি, কিলাবৃষ্টি--কিল যেন মাটিতে না পড়ে'!
০২
বিজিবি এখন দেশের বর্ডার রক্ষার কাজে নিয়োজিত নয়, এখন আমজনতাকে টার্গেট করে মহড়া দিচ্ছে। নিশানা প্রাকটিস করছে, ঠিকঠাক হলে এদেরকে বর্ডারে পাঠান হবে- গরু পাহারা দেবার জন্য! এপার থেকে ওপারে মানুষ যায়, আর ওপার থেকে আসে খালি গরু! সীমানা লঙ্ঘন করলে গরুর ক্ষুরের তলায় গুলি করা যেতে পারে বাট কোনক্রমেই বিএসএফকে গুলি করা যাবে না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে 'গার্ড' উপাধি কেড়ে গলায় 'দারোয়ান' লটকে দেয়া হবে!
সবাই সাবধান!
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন