মরতে রাজি তবু সরতে দ্বিধা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ অক্টোবর, ২০১৩, ০৫:৪১:১৭ বিকাল
বিষবৃক্ষ হয়ে উঠছে যে গাছ, তাতে বিষদাঁত বসাতে চাই!
বয়সের দোহাই দিয়ে যেসব মুরুব্বীরা শিকড় হয়ে আছেন, তাদের বিনীতভাবে বলি- 'বয়স অভিজ্ঞতা দেয় না, কাজ করলেই অভিজ্ঞতা হয়। আপনারা যারা বাতের ব্যথায় নড়তে চড়তে পারেন না তবু বিয়াল্লিশ বছর আগের চেতনার ছিপ হাতে বসে আছেন! যদি কোন বেকুব কৃমি/কেচোর টোপ গেলে !
উনিশশোএকাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল ওই সময়ের সবচেয়ে বড় বাস্তবতা এবং তখন যারা যুদ্ধে গেছেন তারা মহান ত্যাগী! স্যালুট তাদের! কিন্তু ২০১৩-এ এসে বাস্তবতা ভিন্ন, দেশের মানুষকে এক করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উন্নয়নের ইঁদুরদৌড়ে ত্যাগীনেতৃত্বের খুব অভাব এখন। আর আপনারা মরতে রাজি তবু সরতে দ্বিধা করছেন; আপনারা আসলে আমাদের কাছে মরেই আছেন!
আমাদের যা বুঝার বুঝে নিয়েছি, বয়স বাড়লেও আমড়াকাঠ কখনও সেগুনকাঠ হয় না! আপনারা ওভাবেই থাকুন! বিয়াল্লিশ বছরের ঝগড়া নতুন করে ঝালিয়ে নিন; দেখুন চেতনার বদনা-বাটি কিছু যেন বাদ না পড়ে। আমরা দেখি, বিস্ময়কর দুনিয়ার বাজারে কিকি নতুন যুক্ত হল। আর চিন্তা করতে থাকি, আমি এখানে কি অবদান রাখতে পারব! পুরানো প্যাচালে আমার কাজ নেই! সময় নেই বাপ!
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন