কখন মরবে মানুষ লাখে লাখে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২২ অক্টোবর, ২০১৩, ০১:০৬:০৮ দুপুর

লালপিঁপড়ার পাখা গজায় মরার জন্য

আহারে এত তেজ, এত বন্য!

ডুবে যাবে বলেই ভেসে ওঠে লাশ

সাড়ে-সর্বোনাশ!

নিভে যাবে বলেই দপদপায় বাতি

শেষকালে ব্যবসাপাতি

লাভের গুড় খেতে আসে লালপিঁপড়া

ক্ষমতার থিপরা

ওঁত পেতে থাকে

কখন মরবে মানুষ লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে!

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File