ভাবনা আমার ভুল হোক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ অক্টোবর, ২০১৩, ১০:২৯:৩০ সকাল
নৌকার মাঝি নিজেও জানেন, নানান আকাম-কুকামের কারণে আগামী নির্বাচনে আওমীপ্রার্থীরা পাশ করবে না। তবু এদেরকে চাঙ্গা রাখার জন্য সরকারী স্বল্পখরচে (!) সকালে টেকনাফ দুপুরে তেতুলিয়া, বিকালে রূপসা রাত্রে পাথুরিয়া ঘুরে বেড়াচ্ছেন। একটা সম্মানজনক হার না হলে তো পীঠের চামড়া থাকবে না! পীঠের চামড়া রাখার জন্যই যত পেটব্যথা। গত নির্বাচনে বিএনপির যে অবস্থা হয়েছিল, সে অবস্থা হলে তো পেটব্যথা পাল্টে যাবে পেটের অসুখে আর পেটেপীড়া হলে তো দৌড় ছাড়া উপায় নেই। দৌড়াদৌড়ি আরও বাড়বে, বদনার যোগানও আনুপাতিক হারে বাড়বে।
অনুপাত সমানুপাতের আরেকটা বিষয় দেখা যাচ্ছে
আগে ছিল ১ মণ ইলিশ = ১ বস্তা (আড়াই মণ) পেঁয়াজ
এখন সমীকরণ হল ১ মণ ইলিশ = ১ বস্তা পেঁয়াজ = ১টা গরু
এরপর হতে পারে, ১ মণ ইলিশ = ১ বস্তা পেঁয়াজ = ১টা গরু = ১টা ছিটমহল
ভাবনা আমার ভুল হোক!
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন