মনিরুজ্জামান রব্বানী আর কত নিজেরে কোরবানী করবেন

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ অক্টোবর, ২০১৩, ০২:০৪:১০ দুপুর

ড. মোহাম্মদ ইউনুসের পিছনে আবার লেগেছে আওমী-প্রগুরা। এবার থানার ওসি দিয়ে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হয়েছে এবং পোশাকপরিহিত পুলিশেরা এসে ইমামদেরকে নির্দেশ দিয়ে গেছে, এ লিফলেট যেন অবশ্যই পাঠ করা হয়। এতে মেসেজ হল, ড. ইউনুস সমকামীদের পক্ষে প্রচারণায় নেমেছেন- তাঁকে প্রতিহত করতে হবে। কোরআন ও হাদিসের দু-একটা উদ্বৃতি যোগ করে টেক্সটির ওজন বাড়ান হয়েছে, নিচে 'বায়তুল মোকাররমের মুসল্লীবৃন্দ' নাম দিয়ে আগামী ৩১ অক্টোবর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেয়া হয়েছে ওখানে গিয়ে কিছুই পাওয়া যাচ্ছে না, দেখে গুগলে গিয়ে সার্চ দিয়ে পেলাম মূল ঘটনা Yunus signed on to a group statement in April of last year along with fellow Nobel laureates Archbishop Desmond Tutu, Dr Shirin Ebadi and Professor Jody Williams - See more at: http://www.gaystarnews.com/article/bangladesh-muslims-protest-over-nobel-winner-muhammad-yunus%E2%80%99-gay-rights-support011013#sthash.pAQnI2cf.dpuf

মাওলানা মনিরুজ্জামান রব্বানী আর কত নিজেরে কোরবানী করবেন! উগান্ডাতে সহিংস অবস্থার আশঙ্কা করে, সমকামীদের প্রতি যেন মানবিক আচরণ করা হয়, আরও চারজন শান্তিতে নোবেলজয়ীর সাথে তিনিও এ কথা বলতেই পারেন! আসুন, এসব আওমী-প্রগু এবং আওমী-মোল্লাদের প্রতিহত করি।

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File