ভাংতি কবিতা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ অক্টোবর, ২০১৩, ০২:৪৭:৪৬ দুপুর

মানুষেরা বরং

কেউ আর আলোকিত নয়!

আলো এসে সামনে দাঁড়ালে

এরা লজ্জায় যায় গলে,

মানুষেরা বরং চকমকি

ঠোকাঠুকি করে জ্বলে

কেউ স্বাধীন নক্ষত্র নয়!

সমকাল

আবিশ্ব এক আশ্চর্য আঁধার!

মানুষের কন্ঠস্বর, পরস্পর

হয়ে গেছে যেন পাথুরে ভাষ্কর

মুখরিত মুখেরা ছাড়া ছাড়া

পদে পদে বিপদে মানুষ

নেই অনুভূতি নেই সাড়া!

হারান মানুষ

হারান মানুষের পথ ধরে আমরাও হাঁটি

হারানর লোভে হাঁটা শিখি,

খুঁড়িয়ে দৌড়িয়ে, বটতলায় জিরিয়ে

কতটা এলাম তাকিয়ে দেখি;

উত্তর- পথিকের জন্য, আকন ফুলে সোনা পোকায়

পথ চেনার বিবরণ রাখি।

রাজনীতি

কোথাও আর দেখি না মানুষ

যা দেখি পশু, শেয়াল-কুকুর

লেজ নেড়ে নেড়ে প্রভূর পাতের

ঝুটাকাঁটা পেলে হাজার শুকুর!

ভন্ড

মুখে আর গলায় কেবল

পূন্যভূমি বাংলাদেশ,

বুকের মাঝে ঠাঁই পায় না

মাটি মায়ের তুচ্ছ কেশ।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File