সাতটি গল্পে রঙধনু এঁকেছেন মাহবুব লীলেন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ অক্টোবর, ২০১৩, ০৫:০৯:১০ বিকাল
শাবিপ্রবির সহকর্মী বাংলা বিভাগের শিক্ষক, সুলেখক জফির সেতু আমাকে একটি গল্পের বই উপহার দিয়েছেন। মাহবুব লীলেনের 'নিম নাখারা' (২০০৭); কাজের ফাকে ফাকে বইটি পড়ে ফেললাম। বলতে গেলে বইটি আমাকে বেশ টেনে বসিয়েছে; এত সাবলীল তার গতি, অতি চমৎকার। এর আগে বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা একটু-আধটু পড়েছি, কিন্তু একত্রে এক মলাটে এতগুলো লেখা পড়ার সুযোগ হয়নি। আমরা শুধু তারকা-লেখকদের বই কিনতে ও পড়তে অভ্যস্ত, কিন্তু এর বাইরেও অনেকে আছেন, ভাল লেখেন, হয়তো তারকা খ্যাতি পাননি বা পাচ্ছেন না। সাতটি গল্পে রঙধনু এঁকেছেন মাহবুব লীলেন, আপনারাও পড়ে দেখতে পারেন। ভাল লাগবে নিশ্চিত!
null
null
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন