শাবিপ্রবি জিন্দাবাদ

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:১৫:৪৫ দুপুর

শাবিপ্রবির হ্যান্ডবল গ্রাউন্ডে ফুটবল খেলা জমেছে। শীতে এখানে ভলিবল খেলা হয়, ক্রিকেট খেলা হতেও দেখেছি এ মাঠটিতে, এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ওপেন এয়ার কনসার্টসহ নানাবিধ অনুষ্ঠানে ব্যতিব্যস্ত থাকে এ ছোট মাঠটি সারাবছর। সে তুলনায় আমাদের বড় খেলার মাঠটি বিশ্রামে বিশ্রামে বিধ্বস্ত! পরশুদিন বহুবছর পর ফুটবল খেলতে নেমেছিলাম এখানে, এত বড় বড় ঘাস জন্মেছে যে বল নিয়ে দৌড়ানো মুশকিল, তার উপর আছে জোকের উপদ্রব। পাশেই টিলার কোলে আমাদের শারীরিক শিক্ষা ভবন। এদের লোকবল কম তা জানি, কিন্তু যারা আছেন তারাও যদি একটু সময় দিতেন তাহলে ছেলেপেলেরা খেলাধুলার নির্মল বিনোদন উপভোগ করতে পারতো। আশা করছি, কর্তৃপক্ষের নেক-নজর পড়বে বড় মাঠটির দিকে। শাবিপ্রবি জিন্দাবাদ!

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File