ভাংতি কবিতা-সিলেট পর্ব
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২০:১৬ সকাল
ঘরে নেই তুমি ক্যাম্পাসে নাই
মহল্লা-পাড়া, সারা শহরেও নাই
গিয়েছ মাইক্রোবাসে বাকখা দূর
পেরিয়ে নদী দুইচোখ সমুদ্দুর
এত রোদ এত জোছনা, কি করে সামলাই?
একলা, একলাই---
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন