ওতো মালালা নয় ফেলনা ফেলানীর দেহ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫২:৩৩ দুপুর
রাখব কোথায় ক্ষোভ?
বাইরে গরম কড়াই ভেতরে স্টোভ
রায়টা এমনই হবে,
ছিল না সন্দেহ
ভুলব না জানুয়ারি-৭,
২০১১ এই সন কেহ
ওতো মালালা নয়, তাই জাগে না লোভ!
রাখব কোথায় ক্ষোভ?
মগজে গরম কড়াই অন্তরে স্টোভ
কাঁটাতারে ঝুলে থাকে
ফেলনা ফেলানীর দেহ
নির্দোষ বন্দুক নির্দোষ বুলেট
অপরাধী কিশোরীর লাল-সবুজ দেহ
ওতো মালালা নয়, তাই বিবেক পেয়েছে লোপ!
বিষয়: বিবিধ
৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন