অনুজের প্রতি

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:০০:০০ সন্ধ্যা

আমার চাচাত ভাই সাদাত হোসাইন! আমার মত নৃবিজ্ঞানে স্নাতকোত্তর, আমার মত ওর জন্মও মাদারিপুরে, আমার মত সাদাতও গল্প-কবিতা লেখে; ওর বাড়তি গুন আছে- ছবি তোলার নেশা, এ্যাডফার্মের একটি কাজে জাফর ইকবাল স্যারের ইন্টারভিউ নিতে সিলেটে এসেছে। সাবধান করে দিলাম, ভুলেও আমার নাম উচ্চারণ করো না! ও ব্যাপারটা বুঝল, দুপুরে ওকে রেঁধে খাওয়ালাম, ও আমার আর সহজার অনেকগুলো ছবি তুলল, ঘন্টাখানেক গল্প করলাম। আমার সাথে ওর অনেকদিন পর দেখা, ওর দুটো বই বেরিয়েছে গল্পছবি (২০১২), জানালার ওপাশে (২০১৩), একটি ডকুমেন্টারী বানিয়েছে- বলল একটা সিনেমা বানানোর কাজে হাত দিবে, শুনে ভাল লাগল!

সাদাত আমার চেয়ে ১০-১১ বছরের ছোট, ওর চোখে স্বপ্ন দেখলাম অনেক বড়। দুপুরের নামাজ পড়ে ওর জন্য দোয়া করলাম- আমি যা পারিনি, ও যেন তা পারে!

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File