রাতারগুল সোয়াম্প ফরেষ্ট

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ আগস্ট, ২০১৩, ০৫:০৮:৫৪ বিকাল



এরা দুজন একই রকম হাসে

শুধু এইটুকু আছে এদের মিল,

সবুজ গাছের ক্যাম্পাসে

সবেমাত্র উড়া শিখেছে চঞ্চলা চিল

আর এদিকে জ্ঞানের ভারে

পিষ্ট হচ্ছে বুড়ো আচিল!

এরা কিভাবে প্রেমে জড়াল

শিক্ষিতসমাজ বলল, অশ্লীল! অশ্লীল!

হিজল-করচের বন এদের টানছিল না

মুর্তাবেতের ফুল এদের টানছিল না,

টানছিল মন আড়ে আড়ে

নেপথ্যের গান বাজে

‌'হৃদয় দিয়েছি যারে, সেকি দূরে যেতে পারে'!

একজনের ভাল লাগে গণজাগরণ মঞ্চ

আরেকজন দেখে হেফাজতের মিছিল!

এরা কিভাবে প্রেমে জড়াল

শিক্ষিতসমাজ বলল, অশ্লীল! অশ্লীল!

ডিঙি তড়তড়িয়ে চলছিল

সময় ফুড়িয়ে যাচ্ছিল

এরপর তড়িঘড়ি তড়িঘড়ি

নিয়ম মেনে যে যার বাড়ি!

একজনের পড়াশোনার মন

আরেকজনের সংসারের পাচিল,

এরা কিভাবে প্রেমে জড়াল

শিক্ষিতসমাজ বলল, অশ্লীল! অশ্লীল!

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File