বিলবোর্ড বনাম দিলবোর্ড
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ আগস্ট, ২০১৩, ০১:১৯:০৪ দুপুর
ঢাকা শহরের বিলবোর্ডগুলো রাতারাতি আওয়ামী লীগের দখলে। পো-ধরা মিডিয়াবাজরা আবার ইউরোপ-আমেরিকার উদাহরণ টেনে এটাকে হালাল করার কুচেষ্টা করছেন। যু্ক্তি হল, জনগন নাকি জেলিফিস হয়ে গেছে, তাই এদেরকে মনে করিয়ে দেবার জন্য এই সেলফিস উদ্যোগ। উন্নয়ন দেখে দেখে জেলিফিসেরা যদি আবার হোমো-স্যাপিয়েন্স হয়ে ওঠে তাহলেই এটি হবে এই সরকারের আরেকটি বিলবোর্ডখচিত সাফল্য। বিরোধী মিডিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে, বগলের বিটিভিসহ সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া নিজেদের করে, সরকারী টাকায় জেলায় জেলায় গলাবাজি করেও কুলানো যাচ্ছে না। কোন নোটিশ ছাড়াই সন্ত্রাসী স্টাইলে কোটি কোটি টাকার বিলবোর্ড দখলে নিতে হয়েছে! [এতেই অনুমান করা যায়, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এমনই মাস্তানী করা হবে। নির্বাচন মানি কিন্তু জয়টা আমাদের! ] নিশ্চিত করে বলা যায় এতেও শেষরক্ষা হবে না! সরার বিলবোর্ডের শক্তি দেখালেও আমজনতার দিলবোর্ডে লেখা আছে, আপনারা-
* ৫৭ জন সুদক্ষ আর্মি অফিসারকে হত্যা করিয়েছেন, আবার সেই অজুহাতে বিডিআরকে খোজা করে গার্ড বানিয়েছেন,
* পদ্মা সেতুর বারোটা বাজিয়ে চোরকে দেশপ্রেমিক বানিয়েছেন,
* পাবলিককে ১০ টাকার প্রতিশ্রূতি দিয়ে ৫০ টাকার চাল খাইয়েছেন,
* ইলিয়াস আলী, সাগর-রুনীসহ আরো কত মানুষকে গুম
করে দিয়েছেন,
* শেয়ার বাজারে ২ লাখ কোটি টাকা লুটে খেয়েছেন,
* পুলিশ আর রাব লীগ দিয়ে অসংখ্য খুন করিয়েছেন ,
* রানা প্লাজার জন্য দৃশ্যত ১৫০ কোটি এবং অদৃশ্য অনেক টাকা গায়েব করে দিয়েছেন,
* চেতনার ব্যবসা করে দেশটাকে বিভাজিত করেছেন,
বাকি যে সময়টুকু আছে আপনি, আপনার বোন, আপনার ছেলে-মেয়ে, ভাগিনা সবাই আখেরী-বানিজ্য করে নেন কে জানে জেলিফিসের গ্রন্থিতে কত বিষ জমেছে?
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন