অস্থির অবস্থা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ আগস্ট, ২০১৩, ১২:৩৮:২৬ দুপুর

আদালতের আজব বিচার শেষে

রায় হল, ফাঁসিতে ঝুলবে রাজাকার

ফাঁসির ফোঁসফোসানীতে মনসা-মিডিয়া জাগে

বীণা হাতে একজন রানীকার!

রানীকারের রাগমেশা বকবকানীতে

বাচাল মেঘে ঢাকল দিনের আলো,

টকশোতে টাকাটাকি করে টাকি-পন্ডিত

এর চেয়ে তো আগেই ছিল ভাল!

ফাঁসির তোড়ে হাসি ভুলে গেল সব

গোল-দড়িই যেন একমাত্র পূজ্য

জাতি-রাষ্ট্রে 'শান্তি' হয়ে গেল উহ্য

হানাহানি আর খুনোখুনির উৎসব!

এই উৎসবে যোগ দিতে জনৈক জ্যোতিষী

উড়ে এলেন কয়েক হাজার মাইল

বগলে উনার বিদেশীনী বউ

গো-এষণা করেছেন ষোলকোটি ফাইল!

জরিপের মতে

কেল্লা ফতে!

এই সরকারই নাকি আবার বহাল,

উল্টোগণেশের দেশে

জল-তেল মিলেমিশে

অস্থির অবস্থা, বেশামাল হালচাল!

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File