আজব ও জবর-আজব অর্থনীতি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ আগস্ট, ২০১৩, ০২:৩২:৩৮ দুপুর
পন্ডিত কার্লাইল অর্থনীতিকে আ্খ্যা দিয়েছেন, হতাশাগ্রস্ত বিজ্ঞান। আরেকজন পন্ডিত মার্ক টোয়েন পরিসংখ্যানকে বলেছিলেন ডাহা-মিথ্যার বিজ্ঞান। এগুলো অল্পবিস্তর আগেও আড্ডাছলে শুনেছিলাম। এবার একটা গোটা বই পেলাম আড্ডার ঢঙে লেখা। সমসাময়িক বাংলাদেশের সুপন্ডিত আকবর আলি খানের লেখা 'আজব ও জবর-আজব অর্থনীতি' (২০১৩)। বইটি পড়ছি, আর মুখ টিপে হাসছি। অর্থনীতিকে যারা খটোমটো বলে পাশ কাটান তারা এবার টেস্ট করুন। আমার বিশ্বাস এমন বৈঠকী মেজাজের বই আপনি অনেক দিন পড়েন নি।
বিষয়: বিবিধ
১৭৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন