কালনী
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ আগস্ট, ২০১৩, ০৬:০২:০৯ সন্ধ্যা
'কালনী' কেবল নামেই আছে, এর শরীর চুরি গেছে! মন্ত্রীত্ব বদলের সাথে সাথে সিলেটের এই নতুন ট্রেনটি চলে যায় চট্টগ্রামের কব্জায়। আর রিপ্লেস রা হয় যাচ্ছে তাই দিয়ে; তেল চিটচিটে সিট, জালনার কাঁচটি ভাঙা, মাথার উপরে ফ্যানটি ঘুরছে না, টয়লেটটি ব্যবহার অনুপযোগী। যেন অ্যালসেশিয়ানের জায়গায় রোয়া ওঠা কুকুর দেয়া হল- নাম ঠিকই রইল 'টাইগার'। রেলের জনৈক কর্মচারীকে প্রশ্ন করা হলে সে বল্ল, সিলেটের লোকেরা ভাল বলেই মেনে নিল। কিন্তু এটা কেমন ব্যবহার! খুব বাজে একটা রেলে ঢাকায় পৌছলাম, অবশ্য ভাল লেগেছিল কারন বগির পরিবেশটা ভাল রেখেছিল সাস্টিয়ানরা। যাত্রাসঙ্গী অচেনাদেরকে ধন্যবাদ! এরা না থাকলে আজকে আমার ভাল লাগত না।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন