বন্যা: ঝিঁঝিঁপোকার কিস্তি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ জুলাই, ২০১৩, ১১:৩৭:২৪ সকাল
ঝিঁঝিঁপোকা, তুই বড় নগ্নকাতর
যখন তখন পোশাক পাল্টাবার মত মতিগতি পাল্টাস
মুখরা হোস আবার মূক হয়ে যাস!
প্রতিবার মুখে মুখে বলিস (বুকে তোর অন্য বালিশ!)
‘আনন্দের জন্য নরকে যেতেও দ্বিধা নেই’
এবার নরক তোর সামনে হাজির
পানি ছাড়া আর কোথাও কিছু নেই।
ঝিঁঝিপোকা, পারিস তো মাছ হয়ে যা
আজকাল মাছদের দিন যাচ্ছে ভাল;
সুশৃঙ্খল ছানাপোনা নিয়ে ওরা
নোপোলিয়নের মত বিশ্বজয়ে নেমেছে,
চারের-তিনে থেকে থেকে হাঁপিয়ে উঠেছে বলে
মাছেরা পুরো পৃথিবী চায়!
বরফযুগের পর এবার হয়তো পানির যুগ শুরু হবে
ঝিঁঝিঁপোকা, পানিকে ভয় পেয়ে
ভুলেও তুই মানুষ হবার চিন্তা করিসনা!
মানুষ লাশ হয়ে মাটিতে মিশতে পারে
পঁচে-গলে পানিতে মিশতে পারে
কিন্তু সে মানুষের সাথে মিশতে পারেনা।
ঝিঁঝিঁপোকা, ডাকাডাকি করে লাভ নেই
মানুষেরা একত্র হবে না,
তুই বরং বিচ্ছেদের বীজ মনের মাঝে রেখে
নদীর সাথে মিলে যা!
তরল তরঙ্গে ভাসিয়ে দে দেশ!
আহা বেশ বেশ বেশ!!
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন