নিজের সাথে যুদ্ধ ছাড়া আমার মুক্তি নেই

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ জুলাই, ২০১৩, ১২:২৫:৫৭ দুপুর



আমরা এ ওকে সে তাকে কামড়ে দিচ্ছি সুযোগ পেলে

খোলা ময়দানে অথবা জেলে!

নেতা-মন্ত্রীদের কথা তো আগেই বাদ,

স্বাক্ষী থাকল আকাশের চাঁদ

লেখক, অধ্যাপক আর ভাদ্রের কুকুর

জমি-জিরোত অথবা চুরির পুকুর

উনিশ-বিশ,

সবারই হাত নিশপিশ

খুব একটা পার্থক্য নেই;

দেখছি সবখানেই

এদের ধ্যানে-জ্ঞানে কোথাও নিরপেক্ষতা দেখি না

‘জ্ঞানই আলো’- কথাটা জোর দিয়ে লেখি না!

জ্ঞানের আলোটা যদি বৈদ্যুতিক দূর্ঘটনায়

সারা আকাশে আগুন লাগায়,

হয়তো দেখা যাবে নুয়ে থাকা নিরপেক্ষতা!

এদের মাঝে রোগ ছড়াবার হিংস্রতা

ফুল ফোটাবার ধৈর্য্য কারো নেই,

যা বুঝার আমি বুঝে গেছি

পাপের দরজায় প্রায় পৌছে গেছি

নিজের সাথে যুদ্ধ ছাড়া আমার মুক্তি নেই।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File